Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

উপজেলা ভূমি অফিসটি নিজস্ব জায়গায় অবস্থিত। ০৫ (পাঁচ) কক্ষ বিশিষ্ট। নিজস্ব একতলা পাকা ভবনে অফিসের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। উপজেলা ভূমি অফিসের সীমানা প্রাচীর ও গেট আছে। অফিসটির প্রাকৃতিক সৌন্দ্যর্য অতি মনোরম। অফিসের ভেতর ও বাহির পরিস্কার-পরিচ্ছন্ন। অফিস চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ,ঔষধি এবং কাঠের ৬৬৫ টি গাছ রয়েছে। অফিসে একটি হেল্প ডেস্ক আছে । সেখানে সেবা প্রত্যাশীরা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে থাকেন।  অফিসের সামনে ডিএলএসএস প্রকল্পের কার্যক্রম প্রচারের জন্য একটি বিলবোর্ড এবং ইলেকট্রনিক ডিজিটাল ব্যানার রয়েছে। তবে ডিএলএসএস প্রকল্পের কার্যক্রম এখনও শুরু হয়নি তবে ই-নামজারি চালু হয়েছে। সিটিজেন চার্টার রয়েছে। অফিসের রেকর্ডরুমটি  সুন্দভাবে সাজানো এবং রেকর্ডরুমের নথি বিন্যাস্ত করণের তথ্য কম্পিউটারাইজড ডাটাবেজের মাধ্যমে সংরক্ষন করা হচ্ছে।